ঈদে সড়ক দুর্ঘটনা রোধকল্পে সাতক্ষীরায় রোড শো অনুষ্ঠিত

Passenger Voice    |    ০২:৩৩ পিএম, ২০২৪-০৪-০৬


ঈদে সড়ক দুর্ঘটনা রোধকল্পে সাতক্ষীরায় রোড শো অনুষ্ঠিত

ঈদযাত্রায় ঘরমুখো যাত্রীদের সচেতনতা বৃদ্ধি করতে সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টার্মিনালে পুলিশের ট্রাফিক বিভাগ ও বিআরটিএ সাতক্ষীরার যৌথ আয়োজনে রোড শো অনুষ্ঠিত হয়। শনিবার (০৬ এপ্রিল) বাস টার্মিনালে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টার ও স্ট্যান্ড এলাকায় এ রোড শো আয়োজন করা হয়।

বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান এর দিক নির্দেশনায় অনুষ্ঠিত রোড শোতে যাত্রী, পথচারী ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) কে এম মাহবুব কবীরের সঞ্চালনায় রোড শোতে উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক শ্যামল কুমার চৌধুরী, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোরশেদ, সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাকির হোসেন টিটু, বিআরটিএর অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম , সীল ম্যাকানিক শেখ আমিনুর হোসেন প্রমুখ।

প্যা.ভ/ত